বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির নব-নির্বাচিত নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠিত

আপডেট: February 4, 2025 |
inbound8433970790669840893
print news

বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির নবনির্বাচিত নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান শনিবার রাজধানীর বিজয় নগরের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

এর আগে, গত ২০ ডিসেম্বর ২০২৪ তারিখে বি পি এস এর ২০২৫ – ২০২৭ পর্যন্ত তিন বছর মেয়াদে কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন হয়।

এতে সভাপতি পদে এম ইউসুফ তুষার এবং মহাসচিব পদে জাকিরুল মাজেদ কনক নির্বাচিত হন।

কমিটির অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন সহ-সভাপতি মোঃ নুরুল আলম বাদল, খন্দকার মফিজুল ইসলাম, যুগ্ম সচিব বাদল চন্দ্র সরকার, কোষাধ্যক্ষ মোঃ আশহাবুল হক নান্নু, সংগঠনিক সচিব শামসুল হক সুজা, প্রদর্শনী সচিব মোঃ মাহবুবুর রহমান সুজন, আন্তর্জাতিক বিষয়ক সচিব, প্রতাপ শেখর মহন্ত, শিক্ষা ও যোগ্যতা সচিব এ টি এম মশিউর রহমান পারভেজ, প্রকাশনা সচিব পবিত্র কুমার মোদক, আইটি সচিব নাসির খান, প্রচার সচিব জোবায়দা নাজনিন চৌধুরী, নির্বাহী সদস্য আশফাক আহমেদ, আবু সাঈদ ইলিয়াস, মোঃ সোলায়মান মানিক, মেহেদী হাসান।

অভিষেক অনুষ্ঠানে বিপিএস এর স্থায়ী পরিষদ সদস্য নাফিজ আহমেদ নাদভী, কায়সার আলম ও বিশিষ্ট আলোকচিত্র শিল্পীগণ উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করেন বিপিএস এর সাবেক সভাপতি বুলবুল আহমেদ, সাবেক মহাসচিব মোহাম্মদ আলী সেলিম, সাবেক মহাসচিব সাইদুর রহমান স্বপন, নবনির্বাচিত কমিটির সকল সদস্য তাদের নিজ নিজ পরিচয় অতিথিদের সামনে তুলে ধরেন।

অভিষেক অনুষ্ঠানে মহাসচিব জাকিরুল মাজেদ বলেন, আমাদের নতুন কমিটির উদ্দেশ্যই থাকবে আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে সর্বত্তোম জায়গায় নিয়ে যাওয়া।

এ সময় আলোকচিত্রীগণের মধ্যে উপস্থিত ছিলেন, কামাল আহমেদ, বুলবুল আহমেদ, মোহাম্মদ আলী সেলিম, সাইদুর রহমান স্বপন, ইমতিয়াজ আলম বেগ,হাসান সাইফুদ্দিন চন্দন, আক্কাস মাহমুদ, শফিকুল ইসলাম স্বপন, তানভীর রোহান, ডেভিড বারিকদার, সুদীপ্ত সালাম,লিটন নজরুল, রাকিবুল আলম, শেখ কবির, কে এম জাহাঙ্গীর,শামসুল আলম বাবু মেজবাহ সুমন ও মাজেদ চৌধুরী।

আমন্ত্রিত অতিথি ও উপস্থিত আলোকচিত্রীগণ নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান।

নবনির্বাচিত সভাপতি এম ইউসুফ তুষার এবং মহাসচিব মোঃ জাকিরুল মাজেদ কনক তাদের বক্তব্যে আগামীতে বিপিএসকে নিয়ে তাদের সুদূরপ্রসারী পরিকল্পনা তুলে ধরেন, এবং একটি ভালো অবস্থানে বিপিএসকে প্রতিষ্ঠিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন, সাংগঠনিক সচিব তার বক্তব্য উপস্থাপন করেন,বিপিএস এর স্থায়ী পরিষদ প্রধান নাফিজ আহমেদ নাদভী নবনির্বাচিত কমিটির প্রতি তার আকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেন এবং বিপিএস এর প্রতি আন্তরিকতা নিয়ে কমিটির সদস্যদের কাজ করার জন্য অনুরোধ জানান।

Share Now

এই বিভাগের আরও খবর