ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন অনুষ্ঠিত

আপডেট: February 8, 2025 |
inbound5275782413403467888
print news

‘রান ফর ইউনিটি, রান ফর হিউম্যানিটি’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হয়েছে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫।

শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এ আয়োজনের উদ্বোধন করেন।

আজ ভোর ৫টায় রাজধানীর ৩০০ ফিট এ এই ম্যারাথনের প্রথম দৌড় শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশে আয়োজিত ম্যারাথনের মধ্যে এটিই সর্ববৃহৎ।

জানা যায়, এবার এতে অংশ নিয়েছেন ১০ হাজার দৌড়বিদ। এছাড়াও ১০টি দেশ হতে বেশ কয়েকজন বিদেশি ম্যারাথনার প্রতিনিধিত্ব করছেন।

প্রতিযোগিতাটি পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। ফুল ম্যারাথন (৪২.২ কিলোমিটার), হাফ ম্যারাথন (২১.১ কিলোমিটার), ১০ কিলোমিটার সাধারণ, ১০ কিলোমিটার প্রথমবার অংশগ্রহণকারীদের জন্য।

অংশগ্রহণকারীরা বলেন, এই ধরনের আয়োজনে তরুণ প্রজন্মকে অপরাধ মূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখবে পাশাপাশি শারীরিক সুস্থতা বৃদ্ধি করবে।

ম্যারাথন উপলক্ষে প্রগতি সরণি হতে কাঞ্চন ব্রিজ অভিমুখে ৩০০ ফিট মহাসড়কের উত্তর দিকের চার লেন এবং সার্ভিস সড়কটি শুক্রবার সন্ধ্যা ৭টা হতে শনিবার দুপুর ২টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। রাখা হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

Share Now

এই বিভাগের আরও খবর