বগুড়ায় জলাশয়ের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট: February 13, 2025 |
inbound4801249099314987539
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর জলাশয়ের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

১২ ফেব্রুয়ারি (বেলা তিনটার দিকে বগুড়ার শেরপুর উপজেলাধীন খানপুর ইউনিয়নের শুভলী উত্তরপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ওই দুই শিশু হলো-বগুড়া শেরপুরের খানপুর ইউনিয়নের শুভলী উত্তরপাড়া গ্রামের রাশেদুজ্জামানের ছেলে রবিঊল ইসলাম(৪),ও একই গ্রামের প্রতিবেশী ইদ্রিস আলীর মেয়ে ছামিহা খাতুন(৬)।

স্হানীয় এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান,দুপুরের পর বাড়ির পাশে ওই দুই শিশু খেলাধুলা করছিল।এর একপর্যায়ে তারা জলাশয়ের পানিতে ডুবে নিখোঁজ হয়।

দীর্ঘ সময় ওই দুই শিশু বাড়িতে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।কিন্তু তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

পরে বাড়ির পাশের জলাশয়ে প্রথমে শিশু ছামিহার মৃতদেহ ভেসে ওঠে। পরবর্তীতে ঘন্টাব্যাপি খোঁজাখুঁজির পর আরেক শিশু রবিউলের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হন স্হানীয়রা।

পাশাপাশি তাদেরকে স্হানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি এসব তথ্য নিশিত করে জানান,আইনী প্রক্রিয়া শেষে নিহত ওই দুই শিশুর লাশ দাফনের জন্য তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর