সঠিক সময়ে নির্বাচন না হলে মার্শাল ল হবে : মাহমুদুর রহমান মান্না

আপডেট: March 1, 2025 |
inbound8505415568145455695
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, শেখ হাসিনা ২০ দিনে দেড় হাজার মানুষ মারিয়ে পালিয়েছে।

সেখান থেকে এ দেশের রাজনীতি বীদদের শিক্ষা নেওয়া উচিত। প্রশাসন জনগেনর সেবক অথচ বাংলাদেশের থানা পুলিশ এখনও টাকা ছাড়া মামলা নেন না।

তিনি আরো বলেন, ২১ শে ফেব্রুয়ারী রাতে শিবগঞ্জে শহীদ মিনারে ফুল দিয়ে উপজেলা নাগরিক ঐক্যর আহবায়ক শহিদুল ইসলাম বাড়ী ফেরার পথে তাকে ছুরিকাঘাত করা হলো। সে বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

শিবগঞ্জের ঘটনায় থানায় মামলা দিলে ৪ থেকে ৫ জন আসামীর নাম থানার ওসি কেটে দিতে বলে। ওসি নাম কাটার কে? আমাকে শিবগঞ্জে আসতে দেওয়া হবে না এই হুংকারের কার দেয়।

আমার বাড়ি শিবগঞ্জ, তাই আমি শিবগঞ্জেই এসেছি। আমি যদি হুঙ্কার দেই তাহলে শিবগঞ্জে ভূমিকম্প হবে।

তিনি আরো বলেন, শিবগঞ্জ ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাঙ্গে টেলিফোনে কথা হয়েছে। তিনি বিএনপি দলীয় নেতাদের সঙ্গে বসে সমঝোতা করার পরামর্শ প্রদান করেন।

তিনি বলেন দেশে সঠিক সময়ে নির্বাচণ না হলে মার্শাল ল হবে। তিনি শিবগঞ্জে শহীদ মিনারে ঘটনায় আরো বলেন, আমরা মামলা দিলেও তা রুজু করা হয়নি অথচ একটি দল আমাদের দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দিলে তা রুজু করা হয়েছে। আমি অবিলম্বে উক্ত মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি।

২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকালে শহীদ মীর মুগ্ধ স্কয়ারে উপজেলা নাগরিক ঐক্যর আয়োজনে নাগরিক ঐক্য নেতা তোফা মেম্বার এর সভাপতিত্বে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

সমাবেশে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নাগরিক ঐক্যর সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার,
শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্যর সদস্য সচীব আব্দুল বাসেত বাদশা, জেলা নাগরিক ঐক্যর সমন্বয়কারী মতিউর রহমান, নাগরিক ঐক্য নেতা সাইদুর রহমান সাগর, এনামুল হক, সৈকত বিদ্যুৎ, রুহুল আমিন, মাহবুব মোর্শেদ হীরা, অমিদ হাসান, হারুনুর রশিদ, সাজু, জেলা নাগরিক যুব ঐক্যর আহব্বায়ক আরিফুল ইসলাম, আজাদুল ইসলাম, আঃ রহমান, উপেজলা যুব ঐক্য সাধরণ সম্পাদক রাশেদ মাহমুদ তুষার, সৈকত আহম্মেদ সহ প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর