আজ ‘ঝুঁকিপূর্ণ’ ঢাকার বাতাস

আপডেট: March 1, 2025 |
inbound5740751705504661327
print news

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শনিবার শীর্ষ স্থানে রয়েছে রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) এই শহরের স্কোর আজ ৩০৪, যা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত।

শনিবার সকাল সাড়ে ৮টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

ওই সময় ২২২ একিউআই স্কোর নিয়ে দূষণের দ্বিতীয় শীর্ষ স্থানে ছিল চীনের বেইজিং শহর। তালিকায় তৃতীয় স্থানে ছিল উজবেকিস্তানের তাসখন্দ (২২০)। এ কিউআইয়ের স্কোর অনুযায়ী, এই দুই শহরের বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে ছিল।

তালিকায় এরপরই ছিল যথাক্রমে ইরাকের বাগদাদ (১৭৯), মিসরের কায়রো (১৭৩), ভারতের দিল্লি (১৬৫)। ওই সময় শহরগুলোর বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে ছিল।

বায়ুদূষণ থেকে নিরাপদে থাকতে বাইরে শরীরচর্চা এড়িয়ে চলতে বলেছে আইকিউএয়ার। এছাড়া ঘরের দরজা, জানালা বন্ধ রাখতে ও ঘরের বাইরে বের হলে মাস্ক পরার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।

সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

Share Now

এই বিভাগের আরও খবর