ঈদে এক সপ্তাহ আগেই বেতন-ভাতা পাবেন সরকারি কর্মচারীরা

আপডেট: March 10, 2025 |
inbound2776160699645940886
print news

ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা–কর্মচারীরা চলতি মাসের বেতন–ভাতা ২৩ মার্চ পাবেন। অবসরপ্রাপ্ত পেনশনাররাও একই দিনে তাঁদের অবসরের ভাতা পাবেন।

আজ রোববার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ–সংক্রান্ত চিঠি হিসাব মহানিয়ন্ত্রক, কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স ও অতিরিক্ত মহাপরিচালককে (অর্থ) পাঠানো হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট সব সংস্থা ও দপ্তরেও পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, ২০২৫ সালের সরকারি বর্ষপঞ্জি অনুযায়ী, ৩১ মার্চ (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে বিধায় সরকার এ সিদ্ধান্ত গ্রহণ করেছে যে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারী (গেজেটেড ও নন–গেজেটেড), সামরিক (কমিশন্ড ও নন–কমিশন্ড) কর্মকর্তাদের ২০২৫ সালের মার্চ মাসের বেতন–ভাতা ২৩ মার্চ দেওয়া হবে। একই দিনে অবসরপ্রাপ্ত পেনশনাররাও তাঁদের অবসরের ভাতা পাবেন।

বাংলাদেশ ট্রেজারি রুলসের অধীনে প্রণীত সাবসিডিয়ারি রুলস ১১৩ (২) ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়েছে। অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আবদুল গফুর এই আদেশে সই করেন।

Share Now

এই বিভাগের আরও খবর