রাজধানীর বিসমিল্লাহ ভবনের প্রথম মালিক সমিতির কমিটি গঠন

আপডেট: March 15, 2025 |
inbound4079236636613430315
print news

মো: সাকিব হাসান, নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিসমিল্লাহ ভবনের প্রথম মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে গতকাল শুক্রবার ১৪-০৩-২০২৫ বিকাল ৩:৩০ ঘটিকায় কাউলার জামতলা, তারানটেক, দক্ষিণখান, ঢাকা এলাকার ” বিসমিল্লাহ ভবন” এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় ভবনের সকল ফ্লাটের মালিক ও তাদের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সকলের সাথে আলোচনা এবং মতামতের ভিত্তিতে সরদার তানজির হোসেনকে সভাপতি এবং কাওছার আহমেদকে সাধারণ সম্পাদক ঘোসনা করে বিসমিল্লাহ ভবনের মালিক সমিতির কমিটি গঠন ও অনুমোদন হয়। কমিটির বিবরণ:
* সভাপতি-সরদার তানজির হোসেন
* সাধারণ সম্পাদক-কাওছার আহমেদ
* সহ সভাপতি-খাইরুল ইসলাম খোকন
* যুগ্ম সাধারণ সম্পাদক-মাহাবুবুর রহমান
* সহ সাধারণ সম্পাদক-হাসান তারেক
* ট্রেজার-চৌধুরী ইবনে বতুতা
* কার্যকরী সদস্য- ১.নুরুন নাহার বেগম। ২.ইসমাইল মিয়া
মালিক সমিতির খসড়া নীতিমালা আগামী সাধারণ সভায় চুড়ান্ত অনুমোদন করা হবে।

নতুন কমিটি সকল সদস্যদের মধ্যে সুসম্পর্ক তৈরি, কাজে গতিশীলতা বৃদ্ধি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় নিরলস ভাবে কাজ করে যাবে। পরিশেষে সভাপতি সকল সদস্যদের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আলোচনার সমাপ্তি করে।

Share Now

এই বিভাগের আরও খবর