খোকসায় দেশী অস্ত্রসহ বিএনপি নেতা আটক

আপডেট: March 26, 2025 |
inbound4216181868594018924
print news

আসাদুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় বিএনপি নেতার বাড়িতে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল (রিভালবার), গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। ওই নেতা, তার ভাই ও ভাতিজাসহ তিনজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া সেনাবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ মার্চ রাত ২টা থেকে ভোর ৭টা পর্যন্ত খোকসার ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামে শহিদুল ইসলামের বাড়িতে অভিযোন চালানো হয়।

এ বাড়ি থেকে একটি বিদেশী পিস্তল, ৫টি পিস্তলের গুলিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় গৃহকর্তা শহিদুল ইসলামকে আটক করা হয়।

সেনাবহিনী একই রাতে পৃথক অভিযান চালিয়ে শহিদুল ইসলামের ভাই জিল্লুর রহমান ও তার ছেলে জুবায়ের ইসলাম জ্যাকীকে আটক করে। আটক ব্যক্তিদের খোকসা থানা পুলিশের কাছে শপর্দ করেছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর হাতে আটক শহিদুল ইসলাম ওসমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। সে খোকসা ইউনিয়নের সাবেক মেম্বর।

পৃথক অভিযানে তার ভাই জিল্লুর রহমান আটক হয়েছে। তারা ওসমানপুর গ্রামের মৃত শাহাজাহান আলী বিশ্বাসের ছেলে।

এ ঘটনায় অপর আটক জুবায়ের ইসলাম জ্যাকি। তিনি খোকসা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্নআহবায়ক ছিলেন। তার বাবা জিল্লুর রহমানও এই ঘটনায় আটক হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও আইনের শাসন পুর্নপ্রতিষ্ঠায় সেনাবাহিনীর রওশনারা রেজিমেন্ট আটিলারি কাজ করে চলেছে।

তারই ধারাবাহিকতায় খোকসার ওসমানপুরে সফল অভিযান চালানো হয়।

এদিকে মঙ্গলবার দুপুর পর খোকসা থানা পুলিশের হোয়াটর্স অ্যাপ গ্রুপে জানানো হয়, অভিযানিক দল রাত ৩.৫০ মিনিটে মোঃ শহিদুল ইসলাম (৬৪),পিতা-মৃত শাহাজাহান আলী বিশ্বাস, সাং-ওসমানপুর, থানা-খোকসা, জেলা-কুষ্টিয়া এর বসত বাড়ী ঘাটের নিচে হতে ০১ (এক) টি রিভলবার ও ০৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এই সংক্রান্তে খোকসা থানার দায়ের করা মামলা নং-১৪, তারিখ-২৫-০৩-২০২৫ ইং। একই সময় যৌথ বাহিনী (সেনাবাহিনী) বিশেষ অভিযান পরিচালনাকালে খোকসা থানাধীন খোকসা ওসমানপুর গ্রামস্থ মোঃ জুবায়ের রহমান জ্যাকি (৩২) ও তার পিতা মোঃ জিল্লুর রহমান (৫৯) কে আটক করে।

উভয়ের বসত বাড়ী থেকে বেশ কিছু ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এই সংক্রান্তে খোকসা থানার পৃথক মামলা হয়েছে। যার নম্বর ১৫, তারিখ-২৫-০৩-২০২৫ ইং।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্ত শেখ মঈনুল ইসলাম জানান, সেনাবাহিনীর পৃথক অভিযানে আটক ও আগ্নেয় এবং দেশীয় অস্ত্র উদ্ধার সংক্রান্ত দুটি মামলা হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর