অতিরিক্ত ভাড়া নিলেই আইনগত ব্যবস্থা : অতিরিক্ত আইজিপি

আপডেট: March 27, 2025 |
inbound8297013703873758266
print news

মাছুদ পারভেজ, গাজীপুর জেলা প্রতিনিধি: ঈদকে সামনে রেখে যে সমস্ত পরিবহণে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মোঃ দেলোয়ার হোসেন মিয়া।

বুধবার (২৬ মার্চ) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় সাংবাদিকদের
এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

এসময় আইজিপি বলেন,ঈদকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করতে ড্রোন পর্যবেক্ষণ, মোটরসাইকেল পেট্রোলিং,কুয়িক রেসপন্স টিম, গোয়েন্দা নজরদারী,ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে চন্দ্রা ত্রিমোড় এলাকায় পর্যবেক্ষণ করা হবে এবং যানজট নিরসনে হাইওয়ে পুলিশ এর পাশাপাশি বিভিন্ন সংস্থা এক যোগে কাজ করবে।

যাত্রীদের উদ্দেশ্যে হাইওয়ে পুলিশ প্রধান আরো বলেন,সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশী
ঝুঁকি পূর্ণ ও অনিরাপদ ভ্রমণ থেকে বিরত থাকুন।

খোলা ট্রাক ও বাসের ছাদে যাত্রীদের ভ্রমণ না করতে ও চালকদের দ্রুত গাড়ী না চালাতে অনুরোধ জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর