চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ

আপডেট: March 28, 2025 |
inbound7151682991120707394
print news

আজ শুক্রবার (২৮ মার্চ) চীনের রাজধানী বেইজিংয়ে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সাংবাদিকদের জানান, সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে অনুষ্ঠিতব্য এই বৈঠকে অংশগ্রহণ করবেন ড. ইউনূস।

এর আগে, বৃহস্পতিবার (২৬ মার্চ) চীনে পৌঁছানোর পর প্রধান উপদেষ্টাকে বেইজিং বিমানবন্দরে চীনের উপমন্ত্রী সান ওয়েইডং ও অন্যান্য কর্তৃপক্ষ লাল গালিচা সংবর্ধনা প্রদান করেন।

প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক ছাড়াও, প্রধান উপদেষ্টা আজ বেলা পৌনে ১২টায় চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে ইনভেস্টমেন্ট ডায়ালগে অংশগ্রহণ করবেন।

একই দিনে, টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ, বাংলাদেশ টু পয়েন্ট জিরো উৎপাদন ও বাজার সুযোগ, সামাজিক ব্যবসা ও যুব উদ্যোক্তা এবং তিন শূন্যের বিশ্ব—এই চারটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গোলটেবিল আলোচনায় যোগ দেবেন তিনি।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত বুধবার (২৬ মার্চ) চীন সফরে পৌঁছান, যা চার দিনের জন্য নির্ধারিত রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর