এ সরকারকে আরও ৫ বছর ক্ষমতায় চায় সাধারণ মানুষ: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট: April 10, 2025 |
inbound5895833089173364292
print news

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাধারণ জনগণ আশা করছেন যে বর্তমান সরকার আরও অন্তত ৫ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে এবং ভবিষ্যতে তা আরও বাড়ানো হবে।

তিনি আরও জানান, পুলিশের বিশেষ নজর থাকবে যাতে করে অস্ত্রের ব্যবহার কমে আসে এবং যারা পরিস্থিতির অবনতি করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাধারণ মানুষের মধ্যে সরকারের প্রতি সমর্থন বেড়েছে এবং তারা আরও ৫ বছর রাষ্ট্র পরিচালনার জন্য বর্তমান সরকারকে দেখতে চাচ্ছে।

শেখ হাসিনাকে ফেরত আনার প্রসঙ্গে তিনি বলেন, ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি রয়েছে, যার মাধ্যমে কিছু অপরাধীকে হস্তান্তর করা যায়, তবে এই প্রক্রিয়া এখনও চলমান।

তিনি নিশ্চিত করেন যে, বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই।

কৃষি সেক্টর নিয়ে তিনি বলেন, সুনামগঞ্জে এবারে ভালো ফসল হয়েছে। তবে কিছু জমি পতিত রয়েছে, যা ব্যবহারে সহায়তা করার জন্য সুনামগঞ্জ অঞ্চলে প্রায় ৫০০ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

থানা পরিদর্শনের সময় সিলেট বিভাগীয় পুলিশ কমিশনার খান মোহাম্মদ রেজাউন্নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মুহাম্মদ ইলিয়াছ মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহম্মদ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা এবং ওসি আকরাম আলী উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর