এবার “আনন্দ শোভাযাত্রায়” যা থাকছে

আপডেট: April 11, 2025 |
inbound4567662829533364595
print news

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনের অংশ হিসেবে এবার ‘মঙ্গল শোভাযাত্রা’ নতুন নামে অনুষ্ঠিত হবে, যার নাম রাখা হয়েছে ‘আনন্দ শোভাযাত্রা’।

শুক্রবার (১১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।

“নববর্ষে ঐকতান, ফ্যাসিবাদের অবসান”—এই স্লোগানে এবারের আয়োজন সাজানো হয়েছে।

শোভাযাত্রায় সাতটি প্রধান মোটিফ থাকছে, যার মধ্যে রয়েছে ফ্যাসিবাদের মুখাকৃতির প্রতীকী ভাস্কর্য, জাতীয় মাছ ইলিশ, কাঠের বাঘ, ৩৬ জুলাই টাইপোগ্রাফি, শান্তির পায়রা, ঐতিহ্যবাহী পালকি এবং মুগ্ধর পানির বোতল।

প্রথমবারের মতো থাকছে ১০০ ফুট দীর্ঘ পটচিত্র, যেখানে গাজীর পট, বনবিবি, বেহুলা-লখিন্দর, মোগল আমল এবং জুলাই বিপ্লব তুলে ধরা হবে।

সম্রাট আকবরের আমল থেকে বাংলা নববর্ষের সূচনার প্রেক্ষাপট তুলে ধরার জন্য থাকছে আকবর সিরিজের ২০ ফুট দৈর্ঘ্যের পাঁচটি চিত্রপট।

মাঝারি মোটিফের মধ্যে থাকছে সুলতানি ও মোগল আমলের ১০টি মুখোশ, ২০টি রঙিন চরকি, ৮টি তালপাতার সেপাই, ৫টি তুহিন পাখি, ৪টি পাখা, ২০টি ঘোড়া এবং ১০০ ফুট দৈর্ঘ্যের লোকজ চিত্রাবলীর ক্যানভাস।

ছোট মোটিফ হিসেবে থাকছে ৮০টি ফ্যাসিবাদের মুখাকৃতি, ২০০টি বাঘের মাথা, ১০টি পলো, ৬টি মাছের চাই, ২০টি মাথাল, ৫টি লাঙল এবং ৫টি মাছের ডোলা।

তিন দিনব্যাপী এই আয়োজন ঘিরে চারুকলা প্রাঙ্গণে থাকবে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনী। আয়োজকরা জানিয়েছেন, এবারের শোভাযাত্রা শিল্প, সংস্কৃতি এবং প্রতিবাদের সম্মিলিত রূপ হিসেবে এক নতুন বার্তা বহন করবে।

Share Now

এই বিভাগের আরও খবর