মডেল মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা

আপডেট: April 13, 2025 |
inbound8288152628534387667
print news

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, অভিনেত্রী মেঘনা আলমকে গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি।

আজ রোববার আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় এ কথা বলেন আইন উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, অভিনেত্রী মেঘনা আলমের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। সেগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় খতিয়ে দেখছে।

এ সময় বিশেষ ক্ষমতা আইন বাতিল প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, এ বিষয়ে রাজনৈতিক ঐক্যমতের প্রয়োজন রয়েছে। সেটা নিয়েও আলোচনা চলছে।

আইন উপদেষ্টা বলেন, বাংলাদেশ থেকে ২ বিলিয়ন ডলার চুরি করার পরিকল্পনা করা হয়েছিল। শেষ পর্যন্ত ৮৮ মিলিয়ন ডলার চুরি করা হয়েছিল হ্যাকিংয়ের মাধ্যমে। বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য পরিকল্পনা করা হয়েছিল।

উপদেষ্টা বলেন, সে সময় বাংলাদেশের যারা জড়িত তাদের বিগত সরকার বাঁচানোর নির্দেশনা দিয়েছিল। প্রাথমিক রিপোর্টে যাদের নাম এসেছিল তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইব। যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অধ্যাপক আসিফ নজরুল বলেন, এ পর্যন্ত ৭ হাজার ১৮৪টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে। মাগুরার আছিয়ার মামলার চার্জশিট তৈরি হয়েছে। আজই আদালতে দাখিল হবে বলেও জানান উপদেষ্টা।

Share Now

এই বিভাগের আরও খবর