বগুড়ায় ১০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ গ্রেফতার ০৫


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় ১০(দশ) কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ ৫ (পাঁচ) মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশ।
১৪ এপ্রিল (সোমবার) সকালে বগুড়া জেলা শহরের তিনমাথা এলাকায় ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে দশ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ওই পাঁচ মাদক ব্যবসায়ী হলেন -ব্রাহ্মণবাড়িয়ার মসজিদপাড়া হাজী মহল্লার মোঃ সিদ্দিক মিয়ার ছেলে মোঃ আফজাল হোসেন (২০) বগুড়ার আদমদিঘী উপজেলাধীন বশিকোড়া গ্রামের মৃত-নুরুল ইসলাম এর ছেলে মোঃ সোহেল রানা (৩২),একাই উপজেলার আক্কাস আলীর ছেলে মোঃ রবিউল ইসলাম (৩৮), রাধানগর চন্দনসারের মৃত- মোস্তফা মিয়ার ছেলে মোঃ বিল্লাল হোসেন (৪১) এবং আশকর আলী মৃধার ছেলে মোঃ রফিকুল ইসলাম বুলবুল (৪৮)।
এসব তথ্য নিশিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জুর সরকার।
অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জুর সরকার জানান,সোমবার সকালে ডিবির একটি টিম জেলার তিনমাথার ট্রাফিক পুলিশ বক্সেরে সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানকালে সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়।
এ সময় পাইভেটকারের পিছনে বেকডালার ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫টি নীল রংয়ের পলিথিন ব্যাগের প্রতিটিতে ২কেজি করে সর্বমোট ১০ (দশ)কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধারসহ ওই পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। একইসাথে গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভটকারটিও জব্দ করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়ার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের পূর্বক তাদেরকে দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।