বগুড়ায় কিশোরীকে ধর্ষণের ঘটনায় বন্ধুকে আসামী করে থানায় মামলা

আপডেট: April 24, 2025 |
inbound146314450958063199
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় বন্ধুর সাথে ঘুরতে গিয়ে এক কিশোরী ধর্ষণের শিকারের ঘটনায় মামলা দায়ের হয়েছে।

২৩ এপ্রিল (বুধবার) দুপুরে ভুক্তভোগী কিশোরীর বাবা বগুড়া সদর থানায় এ মামলা দায়ের করেন।

এতে ভুক্তভোগী ওই কিশোরীর বন্ধুকে একমাত্র আসামী করা হয়েছে। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন।

মামলায় অভিযোগ করা হয়েছে, শিবগঞ্জ উপজেলার এক স্কুলছাত্রীর সঙ্গে বগুড়া শহরের নামুজা ভান্ডারীপাড়ার এক যুবকের সাথে প্রায় দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল।

গত ২২ এপ্রিল মঙ্গলবার সকাল ৯ টার দিকে ওই যুবকের ডাকে সাড়া দিয়ে ছাত্রীটি বগুড়ার মম ইন পার্কে ঘুরতে যায়।

ঘোরাঘুরির পর মেয়েটিকে মাটিডালী এলাকায় একটি অজ্ঞাত বাড়ি বা হোটেলে নিয়ে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

বিকেলে মেয়েটি বাড়ি ফেরার পথে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্হানীয় এক ব্যক্তি ও জনপ্রতিনিধির মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।

খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে মেয়েটিকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে কলেজ হাসপাতালের গাইনী বিভাগে ভর্তি করান ।

বর্তমানে মেয়েটি সেখানে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মেয়ের বন্ধুকে আসামী করে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন জানান, এঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Share Now

এই বিভাগের আরও খবর