টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে এশিয়ায় সেরা জাবি, উপাচার্যের অভিনন্দন

আপডেট: April 29, 2025 |
print news

আমিনা হোসাইন বুশরা, জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় টাইমস হায়ার এডুকেশনের এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৫-এ এশিয়া অঞ্চলে সেরা তালিকায় ৩৫১-৪০০ এর মধ্যে স্থান লাভ করায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এতদ্সঙ্গে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, টাইমস হায়ার এডুকেশনের বিশ্ব র‍্যাঙ্কিংয়ে স্থান লাভ এবং এশিয়া র‍্যাঙ্কিংয়েও ভালো অবস্থান অর্জন শিক্ষা-গবেষণা ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রার স্বীকৃতি।

received 542200881999784

এটা বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকলের জন্য সম্মান ও গৌরবের বিষয়। এই অর্জনে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও সুনাম বৃদ্ধি পেয়েছে।

উপাচার্য আশা প্রকাশ করেন, আগামীতে বিশ্ব ও এশীয় র‍্যাঙ্কিংয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে।

এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রশাসন শিক্ষা-গবেষণা সম্প্রসারণ এবং মান বৃদ্ধির প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

ইতোমধ্যে গবেষণাখাতে এবং  আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশনার ক্ষেত্রে আর্থিক প্রণোদনা বৃদ্ধি করা হয়েছে।

উল্লেখ্য, ২৩ এপ্রিল ২০২৫ তারিখে টাইমস হায়ার এডুকেশন তাদের ওয়েবসাইটে এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং প্রকাশ করে।

টিচিং, রিসার্চ এনভাইরনমেন্ট, রিসার্চ কোয়ালিটি, ইন্ডাস্ট্রি এবং ইন্টারন্যাশনাল আউটলুক- এ পাঁচটি সূচকের ওপর প্রাপ্ত পয়েন্টের ভিত্তিতে র‍্যাঙ্কিং প্রকাশ করে প্রতিষ্ঠানটি। তালিকায় এশিয়ার ৩৫টি অঞ্চলের ৮৫৩টি বিশ্ববিদ্যালয় স্থান পায়।

Share Now

এই বিভাগের আরও খবর