বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় আহত ইউপি সদস্য চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

আপডেট: June 13, 2025 |
inbound8148678907457466421
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় এশার নামাজের পর মহাসড়ক পেরিয়ে বাড়িতে যাওয়ার চেষ্টাকালে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত নিশিন্দারা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শহিদুল ইসলাম নান্টু (৫৫) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার দুপিরে মারা গেছেন।

১১ জুন (বুধবার) দিবাগত রাতে বগুড়া সদর উপজেলার নওদাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আজ বৃহস্পতিবার(১২ জুন) দুপুরে তিনি ঢাকার একটি হাসপাতালে মারা যান।

নিশিন্দারা ইউনিয়ন পরিষদের প্রশাসক সদর উপজেলার আইসিটি অফিসার আল মাহমুদ সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান,বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম নান্টু নওদাপাড়া এলাকার মোসলেম উদ্দিনের ছেলে।

তিনি ওই এলাকায় ব্যবসা করতেন।নান্টু বুধবার রাত ৯টার দিকে নওদাপাড়া এলাকায় মসজিদে এশার নামাজ আদায় করেন।

এরপর ঢাকা-রংপুর মহাসড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশের বাড়িতে যাওয়ার চেষ্টা করেন।এ সময় বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেলের চালক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে নান্টু মেম্বর মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্হানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করেন।

সেখানে তার অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তাকে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২ টার দিকে তিনি মারা যান।

নিশিন্দারা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আরিফুল ইসলাম জানান, ৭ নম্বর ওয়ার্ডের দ্বিতীয়বারের মতো নির্বাচিত সদস্য শহিদুল ইসলাম নান্টু দুপুরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

স্বজনরা তার মরদেহ নিয়ে বগুড়ার দিকে রওনা দিয়েছেন। জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর