বেরোবিতে প্রথমবারের মতো ডিনস অ্যাওয়ার্ড ও মেরিট অ্যাওয়ার্ড পুরস্কার প্রদান

আপডেট: June 29, 2025 |
inbound2729378121423876058
print news

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ প্রথমবারের মতো সকল অনুষদ ও বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ‍চূড়ান্ত পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে ডিনস অ্যাওয়ার্ড ও মেরিট অ্যাওয়ার্ড – ২০২৫ প্রদান করা হয়েছে।

আজ রবিবার (২৯ জুন) বিকেলে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী প্রধান অতিথি হিসেবে ৬ অনুষদভুক্ত বিভাগের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক, সনদপত্র ও চেক প্রদান করেন।

এ সময় উপাচার্য বলেন, আজকের দিনটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য একটি স্মরণীয় দিন। স্নাতক পর্যায়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী সকল শিক্ষার্থীকে তিনি অভিনন্দন জানান।

উপাচার্য বলেন, আজকের দিনের প্রাপ্ত সনদ শিক্ষার্থীদের জন্য অনেক বেশি মূল্যবান।

সম্মাননা ও সনদ অর্জনের অনুপ্রেরণা শিক্ষার্থীদের অনেকদূর এগিয়ে নিয়ে যাবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা এই সাফল্যের যথাযথ মূল্যায়ন আগামী দিনে পাবেন।

শহিদ আবু সাঈদের ক্যাম্পাস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যারা মেধার স্বাক্ষর রেখেছে, তাদের মাধ্যমে এই বিদ্যাপীঠ আরো সমৃদ্ধি লাভ করবে।

২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্নাতক(সম্মান) চূড়ান্ত পরীক্ষায় অনুষদগুলোর মধ্যে সর্বোচ্চ ফলাফল অর্জনকারী চার জন শিক্ষার্থী ডিনস অ্যাওয়ার্ড -২০২৫ এবং বিভাগসমূহের মধ্যে সর্বোচ্চ ফলাফল অর্জনকারী ১৭ জন শিক্ষার্থীকে মেরিট অ্যাওয়ার্ড – ২০২৫ প্রদান করা হয়।

কলা অনুষদের ডিন প্রফেসর ড. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর কমলেশ চন্দ্র রায়, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমদাদুল হক এবং বিজনেস স্টাডিজ বিভাগের ডিন প্রফেসর মোঃ ফেরদৌস রহমান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ মোরশেদ হোসেন এবং রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

ডিনস অ্যাওয়ার্ড ও মেরিট অ্যাওয়ার্ড – ২০২৫ প্রদান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক শাখার অতিরিক্ত রেজিস্ট্রার মোঃ আমিনুর রহমান।

এছাড়াও কে. মুশতাক ইলাহী এন্ড হাসনা ইলাহী ফাউন্ডেশন, রংপুর এর পক্ষ থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগসমূহে অধ্যয়নরত চার জন নারী শিক্ষার্থীকে স্কলারশিপের চেক প্রদান করেন উপাচার্য প্রফেসর ড.মোঃ শওকাত আলী ।

এ সময় কে. মুশতাক ইলাহী এন্ড হাসনা ইলাহী ফাউন্ডেশনের পক্ষ থেকে ড. ওয়াজেদ ইন্টারন্যাশনাল রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউটের সিনিয়র রিসার্চ অফিসার মেহজাবীন ইলাহী উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর