“দগ্ধ শিক্ষার্থীদের চিকিৎসায় আন্তর্জাতিক সহায়তা চাইল বাংলাদেশ”

আপডেট: July 22, 2025 |
inbound5859120322619537498
print news

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত চিকিৎসাধীন আহতদের মধ্যে ৭৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআরের আজ মঙ্গলবার (২২ জুলাই) সকালে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, দুর্ঘটনায় দগ্ধ ও আহতদের উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল, সিএমএইচ, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহায়তা চাওয়া হয়েছে। ইতোমধ্যে ২০ জন নিহতের পরিচয় শনাক্ত করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

একই দিন সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান জানান, দগ্ধ আরও সাত শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। নিহতদের মধ্যে ২৫ জনই শিশু এবং ছয়জনের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।

ডা. সায়েদুর রহমান আরও জানান, বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৭৮ জনের মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে রয়েছেন ৪২ জন। তাদের মধ্যে ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে রয়েছেন আরও দুজন।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের চিকিৎসায় সবধরনের পদক্ষেপ নেয়া হয়েছে এবং বিদেশে চিকিৎসা প্রয়োজন হলে সেই ব্যবস্থাও করা হবে। পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে বলেও আশ্বস্ত করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর