দীর্ঘ বিরতির পর ফের বড় পর্দায় চিত্রনায়ক রুবেল

আপডেট: August 14, 2025 |
boishakhinews 26
print news

বাংলা চলচ্চিত্রের মার্শাল আর্ট কিং মাসুম পারভেজ রুবেল কুংফু ও কারাতের দুর্দান্ত কৌশলে ঢালিউডে এনেছিলেন নতুন ধারার অ্যাকশন। দীর্ঘ বিরতির পর ফের বড় পর্দায় ফিরছেন তিনি।

সম্প্রতি রুবেল অভিনীত নতুন সিনেমা ‘মার্শাল কিং’-এর দৃশ্যধারণ শুরু হয়েছে। মিজানুর রহমান শামীম পরিচালিত এই সিনেমা ধারাবাহিকভাবে নির্মিত হবে। সব কিছু ঠিক থাকলে প্রথম গল্পটি অক্টোবরেই মুক্তি পাবে বড় পর্দায়। পরিচালক সামাজিক মাধ্যমে শুটিংয়ের কিছু ছবি প্রকাশ করে খবরটি জানান।

সিনেমাটিতে ভয়ংকর এক চরিত্রে দেখা যাবে রুবেলকে। এ ছাড়াও আছেন চিতা, মার্শাল জনিসহ অনেক পরিচিত মুখ। প্রযোজনা করছে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার।

গল্পে দেখা যাবে— রাঙামাটির একটি কারাতে স্কুলে ভর্তি হয় পাঁচ বন্ধু। মাত্র কয়েকটি কসরত শেখার পরই তারা এলাকার এক গুন্ডার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রুবেল, যিনি ওই স্কুলের ফাইট মাস্টার, তাদের মার খাওয়ার অবস্থা দেখে সিদ্ধান্ত নেন পাঁচজনকে ‘মার্শাল কিং’ বানাবেন। প্রশিক্ষণের মাধ্যমে তিনি তাদের এতটাই শক্তিশালী করে তোলেন যে, পৃথিবীর কোনো শক্তিই আর তাদের হারাতে পারে না। এরপর গল্প এগোয় নানা অ্যাকশনঘন ঘটনাপ্রবাহে।

রুবেল বলেন, “বেশ বিরতির পর সিনেমায় অভিনয় করছি। এর গল্প অসাধারণ! ধারাবাহিক অ্যাকশনধর্মী এই সিনেমার আরও অনেক সিকুয়াল আসবে, প্রতিটিতে থাকবে চমক। আশা করছি, সিনেমাটি দর্শকের মন জয় করবে।”

রুবেল ক্যারিয়ারের শুরু থেকেই দুর্ধর্ষ সব অ্যাকশন দৃশ্য দিয়ে দর্শক মুগ্ধ করেছেন। তার বেশিরভাগ সিনেমা ছিল ব্যবসাসফল। শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘লড়াকু’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন এই মার্শাল আর্ট হিরো।

Share Now

এই বিভাগের আরও খবর