কানাডায় ২১০ ফুট উঁচু থেকে ঝাঁপ দিয়েছেন হিমি

আপডেট: August 18, 2025 |
boishakhinews 37
print news

কানাডায় অবসরযাপন করছেন ছোট পর্দার ব্যস্ত ও আলোচিত অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। সেখানেই জীবনের প্রথম বাঞ্জি জাম্প দিয়েছেন। ২১০ ফুট উঁচু থেকে লাফ দেওয়ার আগে ভয়ে তটস্থ হয়ে গেলেও শেষ পর্যন্ত সাহস করে ঝাঁপ দেন তিনি। তবে সুস্থভাবেই মাটিতে নেমে আসেন এই অভিনেত্রী।

এ মুহূর্তের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করলে ভক্ত-অনুসারীরা প্রশংসা করছেন। কেউ লিখেছেন তার সাহসী মনোভাবের কথা, আবার অনেকে নিজেদের ভয়ও স্বীকার করে নিয়েছেন।

এদিকে, কানাডা থেকেই দেশের একটি প্রযোজনা সংস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন হিমি। অভিযোগ, অনুমতি ছাড়া তার ছবির সঙ্গে “কুরুচিপূর্ণ মনগড়া জোকস” লিখে পোস্ট করা হয়েছে।

 

ফেসবুকে পোস্টে তিনি লিখেন, “ভিউ/ডলারের দরকার হলে ভালো নাটক বানান। শিল্পীদের অনুমতি ছাড়া ছবি ব্যবহার করে সস্তা জোকস লিখবেন না।”

হিমি দাবি করেন, যে ডায়লগ তার ছবির সঙ্গে ব্যবহার করা হয়েছে তা কোনো নাটক থেকেই নেয়া নয়। এতে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং তার ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ন হচ্ছে।

প্রযোজনা সংস্থা লেজার ভিশন এক বিবৃতিতে এ ঘটনায় দুঃখ প্রকাশ করে জানায়, এটি অনিচ্ছাকৃত ভুল এবং ভবিষ্যতে এমন আর হবে না। পরে ফটো কার্ডগুলো সরিয়ে নেওয়ার পর হিমি ধন্যবাদও জানান প্রতিষ্ঠানটিকে।

 

Share Now

এই বিভাগের আরও খবর