ভোটকেন্দ্রগুলোতে সাড়ে ৬ লক্ষ আনসার সদস্য মোতায়েন থাকবে: আনসার মহাপরিচালক

আপডেট: August 23, 2025 |
inbound6700960117911794172
print news

মাসুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি : বর্তমান প্রেক্ষাপটের নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলায় সারাদেশের ভোটকেন্দ্রগুলোতে সাড়ে ৬ লক্ষ আনসার সদস্য মোতায়েন থাকবে।

এ উপলক্ষে নতুন করে ১ লক্ষ ৮০ হাজার আনসার সদস্যকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

তিনি আজ দুপুরে গাজীপুরের আনসার একাডেমীতে আয়োজিত সাধারণ আনসার সতেজকরণ প্রশিক্ষণ- ২০২৫ ৫ম ধাপ -এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন।

এসময় অনুষ্ঠানে অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, উপ মহাপরিচালক (প্রশিক্ষণ) মোঃ রফিকুল ইসলাম, একাডেমী কমান্ড্যান্ট মোহাম্মদ নুরুল আবছার ছাড়াও প্রশিক্ষণার্থী এবং আনসার ও ভিডিপির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মহাপরিচালক তাঁর বক্তব্যে আরও বলেন, নির্বাচনে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রতিটি ভোটকেন্দ্রে আনসার সদস্যদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ থাকবে।

নাশকতার চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সততা ও সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে আনসার সদস্যদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, আনসার বাহিনীকে শক্তিশালী করতে সকল সদস্যের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।

প্রশিক্ষণে যারা টিকে থাকবে তারাই আনসার বাহিনীতে সেবা দেয়ার উপযোগী বলে বিবেচিত হবে।

Share Now

এই বিভাগের আরও খবর