জাকসু’র খসড়া প্রার্থী তালিকা প্রকাশ

আপডেট: August 25, 2025 |
inbound8463782025061825900
print news

আমিনা হোসাইন বুশরা, জাবি প্রতিনিধি:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে জাকসু নির্বাচন কমিশন। এতে ভিপি পদে মোট প্রার্থী সংখ্যা বিশ (২০) জন।

সোমবার (২৫ আগস্ট) পূর্বঘোষিত তফসিল অনুযায়ী বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করে জাকসু নির্বাচন কমিশন।

ভিপি পদপ্রার্থী হিসেবে তালিকায় রয়েছেন, মোঃ শেখ সাদী হাসান (বাংলা বিভাগ), আরিফুল ইসলাম (রসায়ন বিভাগ), হামিদুল্লাহ সালমান (ইংরেজি বিভাগ), রাব্বি হোসেন (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ), আরিফুজ্জামান (মার্কেটিং বিভাগ), আব্দুর রশিদ (তুলনামূলক সাহিত্য বিভাগ), সোহানুর রহামান (সরকার ও রাজনীতি বিভাগ), আরিফ উল্লাহ (ফার্মেসী বিভাগ), মোঃ নাঈম খন্দকার (নৃবিজ্ঞান বিভাগ), অমর্ত্য রায় জন (প্রত্নতত্ত্ব), মোঃ আব্দুল্লাহ আল মামুন (বায়োটেকনোলজি বিভাগ), মোঃ সুয়াইব হাসান (নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ), মোঃ সাফায়েত মীর (গণিত বিভাগ), মোঃ রাব্বি হোসেন (সরকার ও রাজনীতি), মোঃ মামুন মিয়া (ইংরেজি), মোঃ আব্দুল মান্নান (নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ), জাকিরুল ইসলাম (রসায়ন বিভাগ), মোঃ মাহফুজুল ইসলাম (পরিবেশ বিজ্ঞান বিভাগ), মোঃ রাসেল আকন্দ (দর্শন বিভাগ), শরীফ মুহাম্মদ (দর্শন বিভাগ)।

এছাড়াও সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৭টি, নারী যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে ৯টি, পুরুষ যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২১টি, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ১৩টি, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক ১৩টি, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ৯টি, সাংস্কৃতিক সম্পাদক ৯টি, সহ সাংস্কৃতিক সম্পাদক পদে ১১টি, নাট্য সম্পাদক পদে ৭টি, ক্রীড়া সম্পাদক পদে ৫টি, নারী সহ ক্রীড়া সম্পাদক পদে ৬টি, পুরুষ সহ ক্রীড়া সম্পাদক পদে ৬টি, তথ্য ও প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে ১৪টি, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক ১৪টি, নারী সহ সমাজসেবা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক পদে ৫টি, পুরুষ সমাজসেবা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক পদে ৯টি, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক ১২টি, পরিবহণ ও যোগাযোগ সম্পাদক পদে ৭টি, নারী কার্যকরী সদস্য পদে ১৭টি এবং পুরুষ কার্যকরী সম্পাদক পদে ৩২টি মনোনয়নপত্র জমা পড়েছে।

খসড়া প্রার্থী তালিকা থেকে প্রাপ্ত মোট প্রার্থী সংখ্যা দাড়িয়েছে ২৫৬ টি। এর আগে বিভিন্ন পদে মনোনয়ন পত্র জমা পড়েছিল মোট ২৭৬ টি। খসড়া প্রার্থী তালিকায় মনোনয়ন বাদ পড়ে ২০ টি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জাকসু নির্বাচনের সদস্য সচিব অধ্যাপক ড. রাশিদুল আলম বলেন, জাকসু নির্বাচনের কার্যক্রম নিরলস ভাবে করে যাচ্ছে নির্বাচন কমিশন।

নির্বাচনে প্রার্থীদের আবেদন পড়েছিল ২৭৬ টি। এর মধ্যে পরীক্ষা শেষ হওয়া, আবেদন ফরমে অসম্পূর্ণ তথ্য  ইত্যাদি কারণে ২০ জন প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া প্রার্থীরা আগামী মঙ্গলবার সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত নির্বাচন কমিশন বরাবর আপিল করতে পারবেন।

তিনি আরও বলেন, জাকসু নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশন সদা তৎপর রয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর