জাবি আন্তঃবিভাগ ফুটবলে চ্যাম্পিয়ন বাংলা বিভাগ

আপডেট: September 5, 2025 |
inbound3640774501676262794
print news

আমিনা হোসাইন বুশরা, জাবি প্রতিনিধি:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় চমক দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলা বিভাগ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ফাইনালে তারা ১-০ গোলে শক্তিশালী অর্থনীতি বিভাগকে পরাজিত করে, যারা গত ১৫ বারের চ্যাম্পিয়ন।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আহসান।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান, ট্রেজারার অধ্যাপক আব্দুর রব, প্রক্টর ড. এ.কে.এম রাশিদুল আলম এবং সমাজবিজ্ঞান অনুষদের ডিন এবং শারীরিক শিক্ষা অফিসের পরিচালক।

টুর্নামেন্টের ম্যান অব দ্য প্লেয়ার নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের খেলোয়াড় মাহমুদুল হাসান কিরণ। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, “খুব সুন্দরভাবে খেলাটি অনুষ্ঠিত হয়েছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি।

অর্থনীতি বিভাগ খুবই ভালো খেলেছে। তাদের মতো একটি শক্তিশালী দলকে হারিয়ে বাংলা বিভাগের জন্য এই ট্রফি জিততে পারাটা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।”

Share Now

এই বিভাগের আরও খবর