ফিলিস্তিনের কিংবদন্তি অভিনেতা মোহাম্মদ বাকরি আর নেই

আপডেট: December 26, 2025 |
boishakhinews 24
print news

মারা গেছেন ফিলিস্তিনের কিংবদন্তি অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ বাকরি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ২৪ ডিসেম্বর না ফেরার দেশে চলে গেলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে তিনি হৃদরোগজনিত সমস্যায় ভুগছিলেন। অভিনেতার ছেলে সালেহ বাকরি সামাজিক মাধ্যমে তার বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। ফিলিস্তিনের নিজ গ্রামেই তাকে সমাহিত করা হয়। ১৯৫৩ সালে জন্ম নেওয়া এই শিল্পী আশির দশকে থিয়েটারের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। ফিলিস্তিনি নাগরিক হয়েও তিনি আরবি ও হিব্রু- উভয় ভাষায় দক্ষ ছিলেন। অস্কারজয়ী গ্রিক-ফরাসি পরিচালক কস্তা-গাভরাসের ‘হানা কে’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে। ২০০২ সালে তার পরিচালিত প্রামাণ্যচিত্র ‘জেনিন, জেনিন’ ব্যাপক বিতর্কের জন্ম দেয়। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি বর্বরতার ভয়াবহতা তুলে ধরায় ইসরায়েল সরকার সিনেমাটি নিষিদ্ধ করে। এমনকি ফিলিস্তিনি শিল্পী হওয়ার কারণে ইসরায়েলিদের কাছে হুমকির মাঝে ছিলেন এই অভিনেতা।

Share Now

এই বিভাগের আরও খবর