সজল ভাই ভীষণ বিনয়ী : অপু বিশ্বাস

আপডেট: December 29, 2025 |
boishakhinews 32
print news

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস প্রায় দুই বছরের বিরতি শেষে রুপালি পর্দায় ফিরছেন। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় ‘দুর্বার’ নামে একটি থ্রিলারধর্মী সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী। নতুন সেই সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে আছেন সময়ের আলোচিত অভিনেতা আবদুন নূর সজল।
দীর্ঘ বিরতি প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ভালো কাজের অপেক্ষায় তিনি সময় নিয়েছেন। তাই দেরি হলেও তার কোনো আক্ষেপ নেই। তিনি বলেন, আমি সময় নিয়েছি ভালো কাজের জন্য। যেভাবে চেয়েছি, ঠিক সেভাবেই একটি ভালো সিনেমা হচ্ছে।

‘দুর্বার’ সিনেমার শুটিং বর্তমানে দ্রুতগতিতে এগিয়ে চলছে। ইতোমধ্যে তার প্রায় ৪০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এ সিনেমায় তাকে একেবারে নতুন রূপে দেখা যাবে বলে জানান অপু বিশ্বাস।
অভিনেত্রী বলেন, ‘দুর্বার’-এ অনেক চমক রয়েছে। দর্শকরা একটি শক্তিশালী গল্পের সিনেমা উপভোগ করতে পারবেন। এ সিনেমায় আমাকে দেখা যাবে দুর্বার গতিতেই।

এই ‘দুর্বার’ সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সজল ও অপু বিশ্বাস। নতুন সহশিল্পী প্রসঙ্গে অপু বলেন, সজল ভাই ভীষণ বিনয়ী এবং একজন অসাধারণ অভিনেতা। আমি নিজে ওনার অভিনয়ের ভক্ত।

তিনি বলেন, আমাদের কাজের অভিজ্ঞতা দারুণ। সিনেমাপ্রেমী দর্শকরা আমাদের রসায়ন পছন্দ করবেন। সজলকে নিজের ‘ড্রিম হিরো’ বলেও জানান অপু বিশ্বাস।

 

Share Now

এই বিভাগের আরও খবর