কাশ্মীরে সন্ত্রাসী হামলা! হতাহত তিন
আপডেট: April 13, 2020
|
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে সন্ত্রাসী হামলা হয়েছে। এই হামলায় ভারতের এক স্পেশাল পুলিশ অফিসারের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন।
পুলিশ জানিয়েছে, সোমবার দুপুরে দাচানের প্রত্যন্ত তান্দার গ্রামে এই ঘটনা ঘটেছে। কর্তব্যরত দুই এসপিওকে-কে লক্ষ করে এলোপাথারি গুলি চালাতে শুরু করে সন্ত্রাসবাদীরা। এতেই গুলিবিদ্ধ হয়ে মারা যায় এক অফিসার। আর একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।
আধিকারিকরা জানিয়েছেন, দুই জওয়ানের সার্ভিস রাইফেল নিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয় সন্ত্রাসবাদীরা। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশের বিশাল বাহিনী। গোটা এলাকায় চিরুনি তল্লাশি শুরু হয়েছে। সন্ত্রাসবাদীরা আশপাশে কোথাও লুকিয়ে রয়েছে কি না, তার খোঁজে তল্লাশি চলছে।
বৈশাখী নিউজ/ ইডি