আরও এস-৪০০ নিতে রাশিয়ার সঙ্গে তুরস্কের চুক্তি
রাশিয়া থেকে অত্যাধুনিক এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার নতুন চালান গ্রহণের ব্যাপারে তুরস্ক ও রাশিয়া চুক্তিতে পৌঁছেছে।
তুরস্কের সামরিক বাহিনীর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর আনাদোলুর।
তুরস্কের একটি টেলি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে সোমবার ইসমাইল দেমির নামে একজন তুর্কি শীর্ষ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, এস-৪০০ ক্ষেপণাস্ত্রব্যবস্থার দ্বিতীয় চালানের ব্যাপারে চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে দুপক্ষ।
এ চুক্তির আওতায় রাশিয়া তুরস্কের কাছে এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার প্রযুক্তি হস্তান্তর করবে এবং যৌথভাবে তা উৎপাদন করবে। তিনি জানান, তুরস্ক ও রাশিয়া এই চুক্তি বাস্তবায়নের ব্যাপারে আরও আলোচনা করবে।
করোনাভাইরাসের মহামারীর কারণে রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্রব্যবস্থা সংক্রান্ত কার্যক্রমের গতি কিছুটা কমেছে বলেও জানান তুরস্কের এ কর্মকর্তা।
এ কারণেই এ ক্ষেপণাস্ত্রব্যবস্থা চালু করতে দেরি হচ্ছে। এ ব্যবস্থা আরও আগেই চালু করার কথা ছিল।
ইসমাইল দেমির জানান, রাশিয়া থেকে ওই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা গ্রহণ করা সত্ত্বেও আঙ্কারা এখনও আমেরিকার কাছ থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ব্যাপারে আগ্রহী।
তবে এ ব্যাপারে ওয়াশিংটনের কাছ থেকে পরিষ্কার কোনো বার্তা পায়নি আঙ্কারা।খবর আনাদোলুর।
বৈশাখী নিউজ/ জেপা