রাশিয়া লকডাউন শিথিল করছে

সময়: 10:13 am - June 11, 2020 | | পঠিত হয়েছে: 7 বার

রাশিয়াতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৪ লাখ ৯৩ হাজার ৬৫৭ জন এবং মারা গেছে ৬ হাজার ৩৫৮ জন। সারাবিশ্বে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে রাশিয়া এখন ৩ নম্বরে রয়েছে।

তবে দেশটিতে করোনাভাইরাসের জেরে আরোপিত বিধিনিষেধ শিথিল করা হয়েছে। টানা দুই মাস ধরে লকডাউনে থাকার পর কিছুটা নিয়ম-নীতি শিথিল হচ্ছে মস্কোতে।

জানা গেছে, মস্কোতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার কড়া নিয়ম শিথিল হয়েছে এবং বাসিন্দাদের ঘরে থাকার ব্যাপারেও কড়াকড়ি কমছে।মস্কো শহরের মেয়র সার্গেই সোবিয়ানিন ঘোষণা করেছেন, ভাইরাসের বিরুদ্ধে শহরটিতে বড় ধরনের পরিবর্তন এসেছে।

গত কয়েক সপ্তাহের তুলনায় করোনা প্রকোপ অনেকটাই কমেছে। সেই সঙ্গে জনগণও সচেতন হয়েছে।তিনি আরও বলেছেন, সংগ্রাম শেষ হয়ে যায়নি। আমরা সর্বশেষ বিজয় পর্যন্ত পদক্ষেপ নিতে থাকবো। স্বাভাবিক জীবনে না ফেরা পর্যন্ত আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এদিকে বুধবার সে দেশে ১১৯৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। আর মোট আক্রান্তের ৪০ শতাংশ ঘটেছে রাজধানী মস্কোতে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর