চলতি মাসেই নিউজ পোর্টালের নিবন্ধন: তথ্যমন্ত্রী

আপডেট: July 13, 2020 |
. হাছান মাহমুদ 3
print news

চলতি জুলাই মাসেই অনলাইন নিউজপোর্টালের নিবন্ধন শুরু করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান মন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, আমরা গত মার্চ মাসেই অনলাইন নিবন্ধনের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু করোনার জন্য সেটা পিছিয়ে যায়। এরই মধ্যে গোয়েন্দা সংস্থার প্রতিবেদন পেয়েছি। তাই আশা করছি, এ মাসের মধ্যেই কিছু অনলাইন নিউজপোটালকে নিবন্ধন দেওয়া হবে। আর অন্যগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

যার তার হাতে যেন পত্রিকার ডিক্লারেশন না যায় সে ব্যাপারে উদ্যোগ নেয়া হবে বলে জানান ড. হাছান মাহমুদ। বলেন, রিজেন্ট হাসপাতালের শাহেদের পত্রিকার ডিক্লারেশন পেতে কোনো অনিয়ম হয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর