মানিকগঞ্জে বন্যার্তদের পাশে স্বেচ্ছাসেবক লীগ

আপডেট: July 31, 2020 |
print news

ঢাকার অদূরে মানিকগঞ্জে বন্যার্তদের ত্রাণ সহায়তা দিয়েছে স্বেচ্ছাসেবক লীগ। জেলার হরিরামপুর উপজেলার ধুলসুরা, আজিম নগর ও সুতালরিতে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক কেন্দ্রীয় নেতা প্রাণকৃষ্ণ রায়, মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সাকিব, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন জিয়া, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আরমান হোসেন অপু ও দোহার পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা মারুফসহ অনেকে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা মহামারি ও বন্যা দুর্গত মানুষের পাশে স্বেচ্ছাসেবক লীগ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।’

এছাড়া স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মীকে অসহায় মানুষের পাশে থাকার নির্দেশ দেন তিনি।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর