ব্রিটেনের কোয়ারেন্টিন দেশের তালিকায় ফ্রান্স

আপডেট: August 14, 2020 |

ফ্রান্স ও নেদারল্যান্ড থেকে ব্রিটেনে গেলে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। কাল শনিবার থেকে এই নিয়ম চালু হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, মোনাকো, মাল্টা, টার্কস, কাইকোস এবং আরুবা থেকে আসা ভ্রমণকারীদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। মূলত করোনা সংক্রমণ ঠেকাতেই এই পদক্ষেপ।

তবে ব্রিটেনের এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবে নেয়নি ফ্রান্স। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বিষয়টি আফসোসের। এ সিদ্ধান্তে ফ্রান্সের নাগরিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বর্তমানে যুক্তরাজ্যের পাঁচ লাখের বেশি পর্যটক ফ্রান্সে আছেন। তবে কোয়ারেন্টিন এড়াতে এখন অনেকেই ভিন্ন পরিকল্পনা করছেন। সূত্র : বিবিসি

বৈশাখী নিউজফারজানা

Share Now

এই বিভাগের আরও খবর