যুক্তরাষ্ট্রে বর্ণবাদ বিরোধী ও ট্রাম্প সমর্থকদের সংঘর্ষে নিহত ১

আপডেট: August 31, 2020 |

মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান বর্ণবাদ বিরোধী আন্দোলন’র (ব্ল্যাক লাইভস ম্যাটার) ১ কর্মী নিহত হয়েছেন। ট্রাম্প সমর্থকদের সঙ্গে বর্ণবাদ বিরোধীদের সংঘর্ষে শনিবার তিনি নিহত হন। মার্কিন পুলিশের পক্ষ থেকে এখনও নিহতের পরিচায় প্রকাশ করা হয়নি। খবর ভয়েস অব আমেরিকা’র।

চলতি বছরের ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড মৃত্যুর পর বর্ণবাদ বিরোধী আন্দোলনের প্রাণকেন্দ্র হয়ে ওঠে পোর্টল্যান্ড। গত জুলাইতে পোর্টল্যান্ডের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের মোতায়েন করেন ট্রাম্প। এদিকে বর্ণবাদ বিরোধী আন্দোলনের মধ্যে ট্রাম্পের সমর্থকরা পোর্টল্যান্ডে র‍্যালি করছেন। গত শনিবারও টানা তৃতীয়বারের মতো ট্রাম্পের পক্ষে র‍্যালি বের করেন তার সমর্থকরা।

স্থানীয় পুলিশের বিবৃতিতে বলা হয়, পুলিশ কর্মকর্তারা গোলাগুলির শব্দ পেয়েছেন। সেখানে একজনের বুকে গুলি লাগে। মেডিকেল দল এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা জানিয়েছেন যে ঐ ভুক্তভোগী মারা গেছেন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর