দ. কোরিয়ায় ঘূর্ণিঝড় মেইসাকের আঘাত, নিহত ১

আপডেট: September 3, 2020 |
print news

দক্ষিণ কোরিয়ায় আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় মেইসাক। এতে বুসান এলাকায় এক নারীর মৃত্যু হয়েছে। অপরদিকে, দুর্ঘটনায় ৬০ বছর বয়সী এক বৃদ্ধ আহত হয়েছে। খবর: এএফপির।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার সকালের দিকে দক্ষিণাঞ্চলীয় উপকূলে ঘূর্ণিঝড়টি আঘাত হেনেছে। এই ঘূর্ণিঝড়কে টাইপ তিন ক্যাটাগরি হিসেবে উল্লেখ করা হয়েছে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিভিন্ন স্থানে গাছ-পালা উপড়ে গেছে, ট্রাফিক লাইট ভেঙে গেছে, রাস্তা-ঘাট পানিতে তলিয়ে গেছে।

দেশটির দক্ষিণাঞ্চল এবং জেজু দ্বীপ থেকে ২ হাজার ২শ’ জনের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং প্রায় ১ লাখ ২০ হাজার বাড়ি-ঘর বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

ঘূর্ণিঝড়ের সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৪০ কিলোমিটার বা ৮৭ মাইল। দক্ষিণ কোরিয়ার আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের শক্তি ধীরে ধীরে কমে যাবে।

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর