বিশ্বের অন্যতম শীর্ষ জাহাজ ব্যবসায়ী তেওঁ উঁ তিওঙ্গ আর নেই

আপডেট: September 10, 2020 |

বিশ্বের অন্যতম শীর্ষ জাহাজ ব্যবসায়ী তেওঁ উঁ তিওঙ্গ আর নেই। শুক্রবার ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিঙ্গাপুরের অন্যতম শীর্ষ এই ব্যবসায়ী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০২ বছর।

মাত্র এক সপ্তাহ আগে গত ২৭ আগস্ট নিজের ১০২তম জন্মদিন পালন করেন তেওঁ উঁ তিওঙ্গ।

তবে তিনি চ্যাং ইউ চাং নামে বেশি পরিচিত। গত ২০১৭ সালে তিনি  বিশ্বের সবচেয়ে বেশি বয়সী বিলিনিয়র নির্বাচিত হয়েছিলেন।

ব্যক্তিগত জীবনে তিনি আট ছেলে ও ৬ কন্যা সন্তানের জনক ছিলেন।

তেওঁ উঁ তিওঙ্গ ১৯৬৭ সালে নিজের জাহাজ ব্যবসা শুরু করার আগে চীনা অঞ্চলে কার্গো চালাতেন। একদিন হঠাৎ জলদস্যুদের আক্রমণে সর্বস্ব হারান। কিন্তু তিনি হাল ছাড়েননি।

জানা গেছে, তার জাহাজ ব্যবসা প্রতিষ্ঠানের নাম প্যাসিফিক ইন্টারন্যাশনাল লাইনস (পিআইএল)। বিশ্বব্যাপী এই কোম্পানির ১১ হাজার কর্মী রয়েছে। এর মধ্যে শুধু সিঙ্গাপুরেই রয়েছে ৬৫০ জন।

সিঙ্গাপুরের জাহাজ শিল্পে তার অসামান্য অবদানের জন্য ২০১৫ সালে তাকে মর্যাদাপূর্ণ ইন্টারন্যাশনাল মেরিটাইম সেন্টার প্রদান করা হয়। সূত্র: স্ট্রেইট টাইমস

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর