সুইডেন জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ জন্টি রোডস

আপডেট: September 11, 2020 |
রোডস
print news

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার জন্টি রোডস সুইডেন জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে সুইডিশ ক্রিকেট ফেডারেশন।

সুইডিশ ক্রিকেট ফেডারেশন তাদের বিবৃতিতে জানায়, ‘ক্রিকেট সুইডেনের দ্বিতীয় ক্রমবর্ধমান খেলা যেখানে গত দুই বছরে ৩০০ শতাংশ অংশগ্রহণ বেড়েছে। ’

সুইডেন জাতীয় দলের দায়্ত্বি নেওয়ার প্রসঙ্গে জন্টি রোডস সুইডিশ ক্রিকেট ওয়েবসাইটে বলেন, ‘আমি আমার পরিবারের সঙ্গে সুইডেনে স্থানান্তরিত হয়ে সুইডিশ ক্রিকেটে কাজ করতে পারার প্রসঙ্গে সত্যিই উচ্ছ্বসিত। এই সুযোগটি উপযুক্ত সময়ে এসেছে এবং সম্পূর্ণ নতুন পরিবেশে আমি আমার সামর্থ্য অনুযায়ী কাজ করে যাব। কাজ শুরুর জন্য আমার তর সইছে না। ’

উল্লেখ্য, বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া আইপিএলের নতুন সংস্করণে কিংস ইলেভেন পাঞ্জাবের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করছেন রোডস। সুইডিশদের দায়্ত্বি নিতে তিনি নভেম্বরে স্টকহোমে যাবেন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর