দাবানলে হুমকির মুখে যুক্তরাষ্ট্রের ওরেগন রাজ্য

আপডেট: September 18, 2020 |
Boishakhinews 129
print news

অগ্নি নির্বাপক দলের সদস্যরা যুক্তরাষ্ট্রের ওরেগন এবং সংলগ্ন কয়েকটি রাজ্যের ভয়াবহ দাবানলের সঙ্গে ২৪ ঘন্টা লড়াই করে চলেছেন। গতকাল বুধবারও কালো ধোঁয়ার উপস্থিতি কয়েক হাজার মাইল দূরে পূর্বাঞ্চলীয় রাজ্য যেমন- নিউ ইয়র্ক, ভার্জিনিয়া ও ওয়াশিংটন ডিসিতেও অনুভূত হয়। খবর ভয়েস অব আমেরিকা’র।

এই দাবানলের সূত্রপাত ঘটেছিলো ক্যালিফর্নিয়া রাজ্যে তবে এখন এর ভয়াবহ গ্রাসে বিধস্ত হচ্ছে ওরেগন রাজ্য। রাজ্যের গভর্নর কেইট ব্রাউন বলেছেন, এই ঐতিহাসিক দাবানল আমাদেরকে সামর্থের বাইরে নিতে চলেছে। লাখ লাখ হেক্টর জমি ভস্মিভুত হয়েছে এবং বহু জনপদ নিশ্চিহ্ন হয়েছে।

আজ বৃহস্পতিবার এখানে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে, তাই আগুন ও ধোঁয়াকে কিছুটা আয়ত্বে আনা যাবে বলে আবহাওয়াবিদরা মনে করছে।

উল্লেখ্য, আগস্টে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে দেশটিতে এ পর্যন্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে।

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর