ইউরোপে খুব বিপজ্জনক পরিস্থিতি আসছে : ডব্লিউএইচও

আপডেট: September 18, 2020 |
সংস্থা
print news

ইউরোপের দেশগুলোতে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা যেভাবে বাড়ছে তার ভিত্তিতে শঙ্কার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই পরিস্থিতিকে ‘খুবই বিপজ্জনক’ বলে সতর্ক করেছেন কর্মকর্তারা।

ইউরোপ অঞ্চলের পরিচালক ডাঃ হান্স ক্লুগে সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের সামনে খুব বিপজ্জনক সময় আসছে। সাপ্তাহিক হিসাবের সব রেকর্ড ভেঙে যাচ্ছে।’

‘গত সপ্তাহে এখানে ৩ লাখের বেশি মানুষ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। দুই সপ্তাহ ধরেই করোনা সংক্রমণের হার বাড়ছে।’

ইউরোপের মতো বিশ্বের অন্য অঞ্চলেও বেড়েই চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। আক্রান্তের সংখ্যা এরই মধ্যে ৩ কোটি ছাড়িয়েছে।

আক্রান্তদের মধ্যে বিশ্বজুড়ে মারা গেছেন ৯ লাখ ৪৫ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে উঠেছেন দুই কোটি ১৮ লাখের বেশি।

বিশ্বের মোট আক্রান্তের অর্ধেকের বেশিই যুক্তরাষ্ট্র, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের। এর মধ্যে অবস্থা সবচেয়ে ভয়াবহ যুক্তরাষ্ট্রের।

বৈশ্বিক আক্রান্তে শীর্ষে থাকা দেশটিতে শনাক্তের সংখ্যা ৬৮ লাখ ২৮ হাজার ছাড়িয়েছে; এর মধ্যে মৃত্যু হয়েছে দুই লাখের বেশি মানুষের।

আক্রান্তের তালিকায় যুক্তরাষ্ট্রের পরে রয়েছে ভারত। দেশটিতে মোট শনাক্তের সংখ্যা ৫১ লাখ ছাড়িয়েছে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৮৩ হাজার ২৫৭ জনের।

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর