পদত্যাগের কয়েকদিন পর যুদ্ধ সমাধিমন্দির পরিদর্শন অ্যাবের

আপডেট: September 19, 2020 |

জাপানের প্রধানমন্ত্রী হিসেবে কয়েকদিন আগে করা শিনজো অ্যাবে আজ শনিবার দেশের একটি যুদ্ধ সমাধিক্ষেত্র পরিদর্শন করেছেন। প্রতিবেশি দেশগুলো এটিকে টোকিও’র অতীতের কঠোর সামরিক ব্যবস্থার প্রতীক হিসেবে দেখে থাকে। খবর এএফপি’র।

অ্যাবে সর্বশেষ ২০১৩ সালের ডিসেম্বরে এ বিতর্কিত সমাধিক্ষেত্র পরিদর্শন করেন। এ ঘটনায় যুদ্ধকালীন শত্রু দেশ চীন ও দক্ষিণ কোরিয়া অ্যাবের কঠোর সমালোচনা করে এবং ঘনিষ্ঠ মিত্র দেশ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এক ব্যতিক্রমী কূটনৈতিক তিরস্কার জানানো হয়।

অ্যাবে শনিবার টোকিও’র মধ্যাঞ্চলে অবস্থিত ঐ সমাধিক্ষেত্রে কাঠের করিডোর বরাবর হেঁটে চলার নিজের একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে ডার্ক স্যুট পরিহিত অ্যাবেকে সাদা পোশাকের এক শিন্ত পুরোহিতকে পাহারা দিতে দেখা যায়। জাতীয়তাবাদী এ রাজনীতিবিদ বলেন, ‘আজ আমি ইয়াসুকুনি সমাধিক্ষেত্রে আমার শ্রদ্ধা জ্ঞাপন এবং প্রধানমন্ত্রী হিসেবে আমার পদত্যাগপত্র যুদ্ধে জীবন বিসর্জন দেয়া বীর সৈনিকদের মূলনীতির প্রতি উৎসর্গ করছি।’

অ্যাবে গত মাসের শেষের দিকে স্বাস্থ্যজনিত জটিলতার কারণে পদত্যাগের ঘোষণা দেন এবং বুধবার ইয়োশিহিদ সুগা তার স্থলাভিষিক্ত হন। (বাসস)

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর