শেষ মুহূর্তের গোলে আর্সেনালের জয়

আপডেট: September 20, 2020 |
Boishakhinews 170
print news

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে আর্সেনাল। তবে ওয়েস্ট হ্যামের বিপক্ষে জয়সূচক গোলটি আসে খেলার অন্তিম মুহূর্তে। ২-১ গোলের এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে মিকেল আর্তেতার দল। এর আগে প্রথম ম্যাচে ফুলহ্যামকে ৩-০ গোলে উড়িয়ে শুভ সূচনা করেছিল আর্সেনাল।

শনিবার রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামের ম্যাচটিতে বল দখলে এগিয়ে ছিল স্বাগতিক আর্সেনাল। তবে আক্রমণে বেশি ধারালো ছিল ওয়েস্ট হ্যাম শিবির। প্রথম ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের কাছে হারায় আর্সেনালের বিপক্ষে কঠিন রক্ষণ সাজিয়েছিল ওয়েস্ট হ্যাম। কিন্তু সফল হয়নি দলটি। গানারদের কাছে শেষ পর্যন্ত হারতেই হয়েছে।

ম্যাচে প্রথম এগিয়ে যায় আর্সেনালই। ম্যাচের ২৫ মিনিটে পিয়েরে এমেরিক অবামেয়াংয়ের পাসে ডি-বক্সের মাঝামাঝি থেকে নিখুঁত হেডে গোলটি করেন আলেকজান্দ্রে ল্যাকাজেত। প্রথম ম্যাচেও দলের গোলের সূচনা করেছিলেন এই ফরাসি ফরোয়ার্ড।

বিরতিতে যাওয়ার ঠিক আগে সমতায় ফেরায় ওয়েস্ট হ্যাম। সতীর্থের ক্রসে গোলপোস্টের খুব কাছে বল পেয়ে জালে জড়ান ইংলিশ উইঙ্গার মিখাইল আন্তোনিও।

ম্যাচের ৬৭ মিনিটেও দারুণ এক সুযোগ তৈরি করেন আন্তোনিও। তবে ভাগ্যের জোরে বেঁচে যায় আর্সেনাল। আন্তোনিওর হেড ফেরে ক্রসবারে লেগে। ১-১ সমতায় এগিয়ে যাচ্ছিল ম্যাচ। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে আর্সেনালকে জয়সূচক গোলটি এনে দেন এনকেতিয়া। ম্যাচের ৮৫ মিনিটে দানি সেবালোসেন পাসে বল পেয়ে ডি-বক্সের মাঝামাঝি থেকে ডান পায়ের শটে গোলটি করেন তরুণ এই ইংলিশ স্ট্রাইকার।

ল্যাকাজেতের বদলি হিসেবে ৭৭ মিনিটের সময় মাঠে নেমেছিলেন এনকেতিয়া। নামার ৮ মিনিটের মাথায় দলকে জয়সূচক গোলটি উপহার দেন তিনি।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর