বার্নলিকে ৬-০ গোলে হারিয়েছে চেলসি

আপডেট: September 24, 2020 |
Boishakhinews 248
print news

কারাবো কাপ ফুটবলে তৃতীয় রাউন্ডের ম্যাচে বার্নলিকে ৬-০ গোলে হারিয়ে ৪র্থ রাউন্ডে চেলসি। হ্যাটট্টিক করেছেন কাই হাওয়ার্টজ।

ঘরের মাঠে খেলার শুরু থেকেই বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে খেলতে থাকে চেলসি। ১৯ মিনিটে গোলের শুরুটা করেন আবরাহাম। ২৮মিনিটে ব্যবধান বাড়ান হাওয়ার্টজ। ৪৯ মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন ব্রাকলি।

আর দ্বিতীয়ার্ধেও নিজেদের আধিপত্য দেখায় ইংলিশ প্রিমিয়ার লিগের এই সফলতমটি। ৫৫ ও ৬৫ মিনিটে আরো দুটি গোল করেন কাই হাওয়ার্টজ। ৮৩ মিনিটে ম্যাচের শেষ গোলটি আসে জিরুডের কাছ থেকে।

বৈশাখী নিউজইডি

Share Now

এই বিভাগের আরও খবর