‘ইরানের সব পানিসীমা সশস্ত্র বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে’

আপডেট: September 26, 2020 |

রানের নৌ-বাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদি বলেছেন, তার দেশের সব পানিসীমা ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। সাগরে ইরানের জন্য কোনো হুমকি অপেক্ষা করছে না।

অ্যাডমিরাল খানজাদি ইরানের দুই নম্বর টিভি চ্যানেলকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে দেশবাসীকে এই আশ্বাস দিয়েছেন।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে আগত মার্কিন সন্ত্রাসী বাহিনীর রণতরীগুলোকে এখন আমরা শুরু থেকেই গভীর নজরে রাখি। এসব নৌ-জাহাজ এক মুহূর্তেও ইরানের নজরদারির বাইরে থাকে না।
সম্প্রতি সন্ত্রাসী মার্কিন বাহিনীর একটি বিমানবাহী রণতরী পারস্য উপসাগরে অনুপ্রবেশ করেছে জানিয়ে নৌ-বাহিনীর কমান্ডার বলেন, আমেরিকা রাজনৈতিক উদ্দেশ্যে এ অঞ্চলে রণতরী পাঠিয়েছে এবং এর কোনো সামরিক ব্যবহার নেই। কাজেই ইরানের পানিসীমায় উচ্চ মাত্রার নিরাপত্তা বিরাজ করছে।

অ্যাডমিরাল খানজাদি বলেন, যদি কখনো মার্কিন সেনারা বিন্দুমাত্র ভুল করে বসে তাহলে সঙ্গে সঙ্গে তার কঠিন জবাব দেয়া হবে।

বৈশাখী নিউজইডি

Share Now

এই বিভাগের আরও খবর