প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে ৭৪ হাজার বৃক্ষরোপণ করবে আ.লীগ

আপডেট: September 28, 2020 |
dddd 3
print news

প্রধানমন্ত্রীর ৭৪ তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী ৭৪ হাজার বৃক্ষরোপণ করবে আওয়ামী লীগ।

দলটির বন ও পরিবেশ সম্পাদক সম্পাদক দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞাপ্তিতে বলা হয়, সোমবার বিকেল তিনটায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আগারগাঁও-এ অবস্থিত এসওএস শিশু পল্লীতে শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।

একই সঙ্গে শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে সারা দেশে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বিশেষ করে উপকূলীয় অঞ্চলে বৃক্ষরোপণের মধ্য দিয়ে সবুজ বেষ্টনী গড়ে তুলতে দলের বন ও পরিবেশ উপ-কমিটির উদ্যোগে আগামী দুই দিন ব্যাপী ৭৪ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর