পরলোকে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রাম বিলাস পাসোয়ান

সময়: 12:15 pm - October 9, 2020 | | পঠিত হয়েছে: 3 বার

পরলোকে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রাম বিলাস পাসোয়ান । গতকাল বৃহস্পতিবার তিনি মারা যান। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাম বিলাসের মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় ভোক্তা, খাদ্য ও সরবরাহবিষয়ক মন্ত্রী ছিলেন রাম বিলাস।

রাম বিলাসের হৃদযন্ত্রে সম্প্রতি অস্ত্রোপচার হয়। শনিবার তাঁর আরেকটি অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই তাঁর মৃত্যু হলো।রাম বিলাসের ছেলে চিরাগ পাসোয়ান টুইট করে তাঁর বাবার মৃত্যুর তথ্য জানান।

চিরাগ পাসোয়ান টুইটে লেখেন, ‘পাপা, তুমি আর এই পৃথিবীতে নেই। কিন্তু আমি জানি, যেখানেই থাকো না কেন, তুমি সব সময় আমার পাশেই থাকবে। পাপা তোমায় মিস করি।’

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, রাম বিলাসের শেষকৃত্য রাষ্ট্রীয়ভাবে সম্পন্ন করা হবে।

কাল শনিবার পাটনায় রাম বিলাসকে দাহ করা হবে।

রাম বিলাসের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বিভিন্ন রাজনীতিবিদ।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন রাম বিলাস। দীর্ঘ পাঁচ দশকের রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার সাংসদ ও মন্ত্রী হয়েছিলেন।

বৈশাখী নিউজ/ফারজানা

Share Now

এই বিভাগের আরও খবর