দুর্নীতির অভিযোগে সিয়েরা লিওনের সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্ত

আপডেট: October 9, 2020 |
print news

দুর্নীতির অভিযোগে পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনের সাবেক প্রেসিডেন্ট আর্নেস্ট বাই করোমার বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তের অংশ হিসেবে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে বাধার মুখে পড়েছেন দুর্নীতিবিরোধী তদন্তকারীরা। আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

দুর্নীতিবিরোধী তদন্তকারীরা বলছেন, করোমাকে তাঁর বাসভবনে জিজ্ঞাসাবাদ করতে তদন্তকারীদের বাধা দিয়েছেন সাবেক এই প্রেসিডেন্টের সমর্থকেরা।

তদন্তকারীদের ভাষ্য, করোমার শত শত সমর্থক সড়ক অবরোধ করেন। শুধু তা-ই নয়, সমর্থকেরা সহিংসতারও হুমকি দিয়েছেন।

করোমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা অস্বীকার করেছেন তিনি।

করোমার ভাষ্য, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন। এগুলো নোংরা প্রচারণা।

গত সপ্তাহে করোমাসহ শতাধিক কর্মকর্তার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। করোমার ১১ বছরের শাসনামলে তাঁরা বিপুল পরিমাণ অবৈধ অর্থ-সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।

করোমা ২০০৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত সিয়েরা লিওনের প্রেসিডেন্ট ছিলেন।

আগে বিবিসির আরেক প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত ব্যক্তিদের আত্মসাৎ করা অর্থ ফেরত দিতে বলা হয়েছে।

করোমার রাজনৈতিক দল অল পিপলস কংগ্রেস সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছে।

দলটির পক্ষে একজন আইনজীবী বলেছেন, ভ্রমণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে যাবেন।
সিয়েরা লিওনের বর্তমান প্রেসিডেন্ট জুলিয়াস মাদাবিও গত সপ্তাহে তদন্ত কমিশনের সামনে বক্তব্য দিয়েছিলেন। ওই সময় তিনি দেশকে দুর্নীতিমুক্ত করার কথা বলেছিলেন।

তদন্ত কমিশন দুর্নীতিগ্রস্ত হিসেবে মোট ১১১ জন ব্যক্তিকে চিহ্নিত করেছে। আর তাঁদের ওপর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে।

বৈশাখী নিউজ/ফারজানা

Share Now

এই বিভাগের আরও খবর