নারী নির্যাতনের প্রতিবাদে দেশের শীর্ষ ক্রিকেটারদের ভিডিও বার্তা

আপডেট: October 9, 2020 |

নারী নির্যাতন, যৌন হয়রানি, ধর্ষনের বিরুদ্ধে উত্তাল সারাদেশ। চলছে নানান সমাবেশ ও আন্দোলন। এই ঘৃণিত অপরাদ নিয়ে গত কয়েকদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সোচ্চার দেখা গেছে ক্রিকেটারদের অনেককে। তারপরেও দেশের আনাচে-কানাচে থেকে প্রতিদিনই খবর মিলছে ধর্ষণ, যৌন হয়রানি কিংবা নারী নির্যাতনের। নিজেদের দায়িত্ববোধ থেকে এবার দেশের শীর্ষ ক্রিকেটাররা সম্মিলিতভাবে আহবান জানালেন নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে ও নারীদের সম্মান করতে।

মুশফিকুর রহিম আহবান জানালেন সত্যিকারের মানুষ হয়ে উঠতে। ভিডিও বার্তায় দেশের অন্যতম সেরা এই ক্রিকেটার বলেন, গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আমার-আপনার, আমাদের বোনদের ওপর ভয়াবহ নির্যাতনের ঘটনায় আমি মর্মাহত। নারীদের সম্মান করুন, সত্যিকারের মানুষ হোন।’

আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক দিয়ে ভিডিও বার্তায় বলেন,এখন সময় এসেছে, আসুন সবাই মিলে একতাবদ্ধ হয়ে এই অমানুষগুলোকে সামাজিকভাবে প্রতিহত করি এবং এদের মুখোশ খুলে দেই।’

নিজের পরিবারে দিতে তাকাতে বলে তামিম ইকবাল বলেন, নিজ নিজ পরিবারের নারী সদস্যেদের কথা ভাবুন এবং দেশের প্রতিটি নারীর নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসুন।’

মুমিনুল হকের বার্তা, ‘চলুন আমরা নিজেদের মানুষ হিসেবে প্রমাণ করি এবং নারীর প্রতি সম্মান প্রদর্শন করি। সৌম্য সরকার তার ভিডিও বার্তায় বলেন, ‘নারীকে সস্মান করুন, সত্যিকারের মানুষ হোন’।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর