আ জ ম নাছির উদ্দীনের জন্মদিন

আপডেট: October 14, 2020 |

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন তেষট্টিতে পা রাখলেন।

১৯৫৭ সালের ১৪ অক্টোবর আ জ ম নাছির উদ্দীনের জন্ম। ১৯৭৩ সালে সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং বিএ পাস করেন নাছির।

বিদ্যালয়ে অধ্যয়নকালে বাংলাদেশ ছাত্রলীগে সক্রিয় জড়িত হন। ১৯৭৭ সালে তিনি চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি এবং একই সঙ্গে নগর ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হন।১৯৮০ এবং ১৯৮২ সালে চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৮৩ এবং ১৯৮৫ সালে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হিসেবে নিযুক্ত হন। এরপর দীর্ঘদিন নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে কাজ করে লাইম লাইটে আসেন। নভেম্বর ২০১৩ সালে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন।
২০১৫ সালের ২৮ এপ্রিলের সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। এছাড়াও তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ সভাপতি এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকসহ অগণন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন।

বৈশাখী নিউজ/ফারজানা

Share Now

এই বিভাগের আরও খবর