গাজীপুরে এক পার্লারকর্মীকে ধর্ষণ, মুল আসামি আটক

আপডেট: October 16, 2020 |
এক
print news

গাজীপুরে বেড়াতে নিয়ে এক পার্লারকর্মীকে প্রাইভেটকারেই ধর্ষণ করেছে উক্ত গাড়ীর চালক । এ ঘটনায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে ওই চালককে আটক করেছে পুলিশ। তার নাম পিন্টু মিয়া (২৯)। সে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নওলা এলাকার বারেক মিয়ার ছেলে।

জিএমপি’র কাশিমপুর থানার এস আই এ কে মানিক জানান, বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যার পর কালিয়াকৈরের একটি মার্কেটে কেনাকাটা শেষে বান্ধবীর সঙ্গে পায়ে হেটে বাসায় ফিরছিলেন স্থানীয় ওই নারী পার্লার কর্মী (৩১)। এসময় তার সঙ্গে দেখা হয় পূর্ব পরিচিত প্রাইভেটকার চালক পিন্টু মিয়ার। ওই দুই নারীকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে তোলে পিন্টু মিয়া। গাড়িতে বসে পিন্টু বেড়াতে যাওয়ার প্রস্তাব দিলে ওই নারী সম্মতি প্রকাশ করেন।

তিনি বলেন, পরে ওই পার্লার কর্মী নিজের ছেলে ও বান্ধবীকে নিয়ে পিন্টুর সঙ্গে প্রাইভেটকারে চড়ে বেড়াতে বের হন। পথে তারা ফুসকা খান। পরে ছেলে হালিম খেতে বায়না ধরলে তারা জিরানীর উদ্দেশ্যে রওনা হন। সেখানে গিয়ে হালিম খেতে পার্লার কর্মীর বান্ধবী ও ছেলে কার থেকে নেমে দোকানে যায়। এসময় প্রাইভেটকারে থাকা ওই পার্লার কর্মীকে নিয়ে পিন্টু নিরাপদ স্থানে যায়। সেখানে প্রাইভেটকারের ভিতর তাকে ধর্ষণ করে পিন্টু। বাসায় ফিরে ধর্ষণের শিকার ওই নারী স্বজনদের ঘটনা জানালে তারা ৯৯৯-এ অবহিত করেন।
তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে মামলা দায়ের করতে ধর্ষণের শিকার নারী আশুলিয়া থানায় যান। বিষয়টি জানতে পেরে ভিকটিমের সঙ্গে সমঝোতা করতে পিন্টু সেখানে যান। এসময় পুলিশ পিন্টুকে আটক করে। কিন্তু ঘটনাস্থল গাজীপুরে হওয়ায় আটককৃতকে জিএমপি’র কাশিমপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে ওই থানা পুলিশ।

জিএমপি’র কাশিমপুর থানার ওসি মাহবুবে খুদা জানান, খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার দুপুরে ঢাকার আশুলিয়া এলাকা হতে পিন্টুকে আটক করে। এ ঘটনায় কাশিমপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বৈশাখী নিউজ/ফারজানা

Share Now

এই বিভাগের আরও খবর