আদালত প্রাঙ্গণে সম্রাটের মুক্তির দাবিতে স্লোগান

আপডেট: October 20, 2020 |
print news

ইয়াসিন অভি: মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকে সম্রাটের কয়েকশ সমর্থক ঢাকা মহানগর দায়রা জজ আদালত চত্বরে অবস্থান নেয়।

যুবলীগ ঢাকা মহানগর দ‌ক্ষি‌ণের ব‌হিষ্কৃত সভাপ‌তি ইসমাইল হো‌সেন চৌধুরী সম্রাটকে আদালতে হাজির করা হয়েছে।

সম্রাটের মুক্তির দাবিতে তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ডও দেখা যায়। সম্রাটকে গত বছর ৫ অক্টোবর গ্রেফতার করার পর তার নামে অস্ত্র ও মাদক আইনে দু’টি মামলা দায়ের করা হয়। দু’টি মামলাতেই সম্রাটকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা।

এছাড়া তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা করেছে। গত বছর ৫ অক্টোবর গভীর রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রামে অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ওই গ্রামের জামায়াত নেতা মনির চৌধুরীর বাড়ি থেকে সম্রাট ও আরমানকে আটক করা হয়। পরদিন তাদের নিয়ে রাজধানীতে নিজ নিজ বাড়িতে অভিযান চালি‌য়ে অস্ত্র ও মাদক উদ্ধার ক‌রে র‌্যাব।

বৈশাখী নিউজ/ ফারজানা 

Share Now

এই বিভাগের আরও খবর