টাঙ্গাইলে সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত জখম, আটক ২

আপডেট: November 2, 2020 |

টাঙ্গাইলে যুগান্তর পত্রিকার ঘাটাইল প্রতিনিধি খান ফজলুর রহমানকে পিটিয়ে রক্তাক্ত জখমের ঘটনায় অভিযুক্ত দুইজনকে আটক করা হয়েছে। গত রবিবার রাত ৯টার সময় তিনি উপজেলার সামনে একটি ফাস্টফুডের দোকানে এ হামলার শিকার হন।

পরে রাতেই হামলাকারীদের আটক করা হয়। সোমবার সকালে তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। ঘাটাইল থানার পরিদর্শক (এসআই) মতিউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন, ঘাটাইল উপজেলার আঠারদানা গ্রামের আতা খন্দকার ও মধ্যকর্না গ্রামের হায়দার রাহমান। তাদের দুইজনের বিরুদ্ধে ভুক্তভোগী খান ফজলুর রহমান মামলা করেছেন।

মামলার সূত্রে জানা গেছে, উপজেলার সামনে একটি ফাস্টফুডের দোকানে সহকর্মীদের নিয়ে চা পান করছিলেন। এসময় আতা খন্দকার এবং হায়দার রাহমান ঘটনাস্থলে এসে অতর্কিতভাবে স্টিলের পাইপ দিয়ে প্রকাশ্যে এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত করে ফেলে রেখে চলে যায়। পরে তার সহকর্মী ও আশেপাশের লোকজন মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে ওই রাতেই খান ফজলুর রহমান বাদী হয়ে আতা খন্দকার ও হায়দার রাহমানের নাম উল্লেখ করে ঘাটাইল থানায় মামলা করেন।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর